লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজগঞ্জ, ২৯ মেঃ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।সোমবার বিশ্ব শান্তি কামনায় নগর পরিক্রমা করে রাজগঞ্জের আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি।


জানা গিয়েছে, আগামী ৩ জুন লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস।তাঁর আগেই এদিন শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গন্ডার মোড়, রাধারবাড়ি, পুঁটিমারি ও বলরাম হয়ে ফের মন্দিরে এসে শেষ হয়।টোটো ও বাইক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রচুর মানুষ।

এই বিষয়ে কমিটির সম্পাদক ভবতোষ দত্ত বলেন, প্রায় ৪০ বছর থেকে এখানে পূজো হয়ে আসছে।আজ  সন্ধ্যা থেকে বাবা লোকনাথের গুণকীর্তন শুরু করা হবে।আগামী শুক্রবার ভাগবত পাঠ, বস্ত্র বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান করা হবে।মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার।সেদিন সারাদিনব্যাপী লোকনাথ বাবার পুজো, নামকীর্তন ও বহিরাগত শিল্পী সমন্বয়ে বাউল গানের আয়োজন করা হয়েছে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।এবারের উৎসবে দশ হাজারের বেশি মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *