শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ লোন দেওয়ার নাম করে প্রতারণা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের হাতিয়াডাঙ্গা এলাকায়। শুক্রবার রাতে এক মহিলা ও এক যুবককে ধরে উত্তম মধ্যম দিল স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকে মহিলা। অপর যুবকের বাড়ি ঘোঘমালি এলাকায়। অভিযোগ, এই দুজন লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। সম্প্রতি এলাকাবাসীর সন্দেহ হয়।এরপরই তাদের উপর নজর রাখা হয়।শুক্রবার রাতে এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে।উত্তম মধ্যমও দেয় ক্ষুব্ধ জনতা।পরে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসীরা আশিঘর ফাঁড়িতে মহিলা ও যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয়দের দাবী, দ্রুত সম্ভব তাদের টাকা ফিরিয়ে দিতে হবে।পাশাপাশি এই চক্রে আরও কেউ জড়িত থাকলে তাদেরও চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।
