চোপড়া,৩০ নভেম্বরঃ লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় জখম হয়েছেন আরও একজন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাসস্ট্যান্ডে।মৃতের নাম সুরজ হেমব্রম।
জানা গিয়েছে,গতকাল রাতে সুরজ হেমব্রম ও তার কলিগ নাইট ডিউটি সেরে চোপড়া তুতবাগান থেকে মরিচঝাপিতে ফিরছিলেন।সেইসময় চোপড়া বাসস্ট্যান্ডের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে।ঘটনায় ছিটকে পড়েন দুজনে।বাইকের পেছনে বসে থাকা সুরজ হেমব্রম লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।অন্যদিকে জখম হন অপর ব্যক্তি।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।