ফুলবাড়ি, ২৫ মেঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি।শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়।যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই লরিটি শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।রাতের অন্ধকারে লরিটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াগঞ্জ এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে।বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা এরপর দেখতে পান রাস্তার পাশে উল্টে রয়েছে লরিটি।ঘটনার পর চালক নিজে কোনমতে গাড়ির কেবিন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

