জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বরঃ চলন্ত পণ্যবোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকান্ড।ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের মাহুতপাড়া জোড়া কালভার্ট এলাকার ঘটনা।
জানা গিয়েছে, রবিবার ভোরে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশের কর্মীরা।এরপর দমকল পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের জেরে লরিটি ক্ষতিগ্রস্ত হয়।ঘটনায় লরির চালক ও খালাসি আহত হন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পণ্যবোঝাই লরিটি বিহারের দিক থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
