শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ এনজেপি’র আইওসি রোডে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিল গুপ্ত (৩৫) প্রতিদিনের ন্যায় এনজেপি’র আইওসি রোড দিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।সেইসময় একটি লরি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে।রাস্তায় লুটিয়ে পড়েন ব্যক্তি।এরপর ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।স্থানীয়দের অভিযোগ, একাধিকবার এই জায়গায় দুর্ঘটনা ঘটেছে।প্রশাসনের তরফে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছান কাউন্সিলর শম্পা নন্দী।তিনি জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা।এই রাস্তায় স্পিড বেকার না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলছে।স্থানীয় বাসিন্দারা বহুবার এই নিয়ে আন্দোলন, পথ অবরোধ করেছে।পুলিশ প্রশাসন থেকে শুরু করে মেয়র গৌতম দেবকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।