খড়িবাড়ি, ১৬ জুনঃ জাতীয় সড়কে দুটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় জখম ৩।দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল জোত ৩২৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শিলিগুড়ি-বিহারগামী ৩২৭ নম্বর জাতীয় সড়কে ২টি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুমড়ে মুচড়ে যায় লরি দুটির সামনের অংশ।লরির ভিতরেই আটকে পড়েন চালকরা।স্থানীয়রা আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং নকশালবাড়ি দমকল বিভাগ।
আটকে পড়া লরি চালকদের উদ্ধার করে পুলিশ ভ্যান ও দমকলের গাড়িতে করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স না পেয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রা।অন্যদিকে ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পরে ক্রেনের সাহায্য দূর্ঘটনাগ্ৰস্ত লরি ২ টিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।