নকশালবাড়ি, ৩০ নভেম্বরঃ এশিয়ান হাইওয়েতে যানজটে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা অপর একটি লরির।ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২ এর রথখোলা মোড় এলাকায়।
মৃতের নাম জিতেন্দ্র যাদব।বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে পড়ে একটি ট্রাক।এরফলে রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়।সেইসময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে অপর একটি লরি।ঘটনায় সামনের লরির চালক রাস্তায় ছিটকে পড়েন এবং ঘাতক লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।সাতসকালে ঘুমের ঘোরে থাকার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।