নকশালবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইক ও স্কুটির, মৃত্যু ২ জনের-আহত ২ 

নকশালবাড়ি, ২৮ ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইক ও স্কুটির। মৃত্যু হল ২ জনের, আহত  ২ জন। নকশালবাড়ির সাতভাইয়া মোড়ের ঘটনা।
জানা গিয়েছে, রথখোলা থেকে টুকরিয়া ডিভিশনে  বাইক ও স্কুটিতে ফিরছিলেন ৪ জন। নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় বাইক ও স্কুটি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সকলে। ঘটনায় মৃত্যু হয় বাইক চালক অভিষেক ওঁরাওয়ের।আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোশন ওরাঁওয়ের মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক লরি চালক।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা ও নকশালবাড়ি ট্রাফিক পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *