ফাঁসিদেওয়া, ৮ জানুয়ারিঃ লরিতে গাঁজা পাচারের ছক।গোপন চেম্বার বানিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা।অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার ঘোষপুকুর-ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের ধামনাগছ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা লরিতে তল্লাশি চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতদের নাম রাজ্জাক মন্ডল ও মফিজুল হক।তুফানগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কোচবিহারের তুফানগঞ্জ থেকে কলকাতায় গাঁজা পাচারের ছক ছিল ধৃতদের।পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।