হুইলচেয়ারে করে অসুস্থ বাবাকে নিয়ে লটারি বিক্রি সংসার চালাচ্ছে বছর পনেরোর প্রীতি

রাজগঞ্জ,১৭ জুনঃ হুইলচেয়ারে করে অসুস্থ বাবাকে নিয়ে রাস্তায়-রাস্তায় লটারি বিক্রি সংসার চালাচ্ছে বছর পনেরোর প্রীতি দাস।রাজগঞ্জ ব্লকের আদর্শপল্লীর ভেলকিপাড়ার বাসিন্দা রবি দাস(৫৫)।দীর্ঘ দুই বছর ধরে প্যারালাইসিস হয়ে তার দুই পা ও হাত অকেজো হয়ে রয়েছে।এরপর থেকেই দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে ছোট মেয়ে প্রীতিকে নিয়ে লটারি বিক্রি করে সংসার চালাচ্ছেন।অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসাও।


রবি দাস বলেন, তিনি নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন।স্ত্রী ও চার মেয়েকে নিয়ে তার সংসার চলছিল।তিন মেয়েকে বিয়ে দিয়েছেন।স্ত্রীও মারা গিয়েছে।এরপর থেকে ছোট মেয়ে প্রীতিকে নিয়ে থাকতেন তিনি।কিন্তু দু বছর আগে তার হঠাৎ স্ট্রোক হওয়ার কারণে তার হাত ও পা প্যারালাইসিস হয়ে যায়।বর্তমানে লটারি বিক্রি করে তার দিনে ১০০ থেকে ১৫০ টাকা কামাই হচ্ছে।তা দিয়েই কোনোমতে দুবেলা খাবার জোগাড় করছেন।

অন্যদিকে প্রীতি দাস জানায়, অসুস্থ বাবাকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করে কোনরকমে সংসার চলছে।অর্থের অভাবে বাবার চিকিৎসা করাতে পারছি না।যে কারণে তারা সরকারী সাহায্যের আর্জি জানাচ্ছে।


One thought on “হুইলচেয়ারে করে অসুস্থ বাবাকে নিয়ে লটারি বিক্রি সংসার চালাচ্ছে বছর পনেরোর প্রীতি

  1. Prasanta Roy says:

    সরকার বা গ্রাম পঞ্চায়েত প্রধান কোথায় এরা
    ভোটের জন্য তো দুয়ারে সরকার এখন কোথায়?
    দের দুই লাখ টাকা দিলে অনেক কিছুই করতে পারবে মেয়েটা
    বাবার যদিও সময় পার হয়ে গেছে চিকিৎসার। মেয়েটা তো কিছু করতে পারবে। ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ হয়। গরীবদের বেলা কে তুমি? যারা একদমই চলতে পারছে না তাদের অন্তত সাহায্য করুন।
    আসলে সবকিছু মানুষিকতার উপর নির্ভর করে।
    ডিএম বিডিও জেলা পরিষদ প্রধান পঞ্চায়েত কোথায় এরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *