কোচবিহার, ১৫ মেঃ অনলাইনে প্রতারণার শিকার এক ব্যক্তি।খোঁয়া গেল ৩৫ হাজার টাকা।ঘটনা কোচবিহারের শীতলকুচির।
জানা গিয়েছে, একটি টেলিকম সংস্থার নাম করে অজানা নম্বরে ফোন আসে শীতলকুচি ব্লকের আঠারোকোটা গ্রামের বাসিন্দা ফুলচান অধিকারীর কাছে।তাকে জানানো হয় তিনি লটারিতে প্রচুর টাকা জিতেছেন।লটারির টাকা পেতে হলে প্রথমে তাকে ৩৫ হাজার ৫০০ টাকা পাঠাতে বলে প্রতারকেরা।এরপর ওই ব্যক্তিকে অনলাইন ক্যাফেতে যাওয়ার পরামর্শ দেয় প্রতারকরা।তবে এই বিষয়ে কাউকে কিছু না জানানোর কথা বলেন তারা।
এরপর প্রতারকদের কথা অনুযায়ী ক্যাফেতে গিয়ে টাকা পাঠান ব্যক্তি।এরপর ক্যাফের মালিক ফুলচান অধিকারীর কাছে টাকা চাইলে তিনি বলেন আমি যার সঙ্গে ফোনে কথা বলছিলাম উনি টাকা দেবেন।এরপরই চক্ষু চড়কগাছে ওঠে ক্যাফে মালিকের।এরপরই পুরো বিষয়টি জেনে ক্যাফের মালিক বুঝতে পারেন ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন।
ক্যাফের মালিক সুমন সাহা জানান, ওই ব্যক্তি এসে আমাকে বলেন শিলিগুড়ির একটি নার্সিংহোমে আত্মীয় ভর্তি রয়েছেন তার কাছে টাকা পাঠাতে হবে।সেই কথামতো দুদফায় ৩৫ হাজার ৫০০ টাকা পাঠাই।টাকা পাঠানোর সময় ওই ব্যক্তি বার বার দোকানের বাইরে গিয়ে ফোনে কথা বলছিলেন।টাকা পাঠানোর পর ব্যক্তির কাছে টাকা চাইলে তিনি বলেন যাকে তিনি কল করেছিলেন তিনি টাকা পাঠাবেন।এরপরই বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছেন।