বাগডোগরা, ১০ আগস্টঃ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।৬৬তম বর্ষে এবছর তাদের আকর্ষণ বাংলাদেশের রাজ রাজেশ্বরী জমিবাড়ির আদলে মন্ডপ।
২২ লক্ষ টাকায় বিগ বাজেটের এই পুজোয় দর্শকদের মন টানবে বলে মত উদ্যোক্তাদের।প্রতিবছরের মত এবারও হেলথ ক্যাম্প, অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জল ও করোনা পরিস্থিতি দেখে স্যানিটাইজেশন ব্যবস্থাও করা হবে বলে জানান উদ্যোক্তারা।