শিলিগুড়ি,৮ জুলাইঃ লুঠ করে নিয়ে যাওয়া হল ব্যালট।ফেলে দেওয়া হল পুকুরে।সন্ন্যাসীকাটার জুম্মাগছের ঘটনা।
জুম্মাগছ বিএফপি স্কুলে ভোটগ্রহণ চলছিল।সেখানে এদিন সকাল থেকেই তৃণমূল ও জোট প্রার্থীর লোকজনের মধ্যে ঝামেলা চলছিল।দুপরের পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ে।স্থানীয়দের অভিযোগ, দুপুরে লাঠি নিয়ে একদল যুবক ঢুকে পড়ে সেখানে এবং সেখানে যে ব্যালট বাক্সগুলি ছিল তা লুঠ করে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়।তারপরই পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।পরবর্তীতে পুকুর থেকে ব্যালট বাক্সগুলি উদ্ধার করে পুলিশ।
এছাড়াও আশেপাশের বেশকিছু বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছায়।