শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ মা’কে খুনের পর পুলিশকে ফোন করলো ছেলে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, নিজের মা’কে গলা কেটে খুন করে ছেলে।এরপর নিজেই পুলিশকে ফোন করে। বহু বছর ধরেই এক নম্বর ওয়ার্ডে থাকতেন মৃত কৌশল্যা মল্লিক ও তার ছেলে অজয় মল্লিক।
অজয় একটি ব্যাঙ্কের চুক্তিভিত্তিক কর্মী।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে অজয় ফেরার পর মা ও ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়।
এরপরই মাকে ধারালো কিছু দিয়ে গলা কেটে খুন করে অজয়। কিছুক্ষণ পর সে নিজেই প্রধাননগর থানায় ফোন করে খুনের ব্যাপারে জানায়।পুলিশ এসে অজয়কে গ্রেফতার করে।ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীরা জানান, মহিলা দুই ছেলের সঙ্গে থাকতেন।মহিলা প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন।এদিন সন্ধ্যায় কোনো বিষয়ে বিবাদ হয়।কিন্তু খুনের ব্যাপারে কেউ জানতেন না। পুলিশ আসার পর জানাজানি হয়।