শিলিগুড়ি,২৭ জুনঃ ‘মা কিচেন’ এর মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষদের খাবার তুলে দিল শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদ।শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।উপস্থিত ছিলেন প্রশাসক গৌতম দেব।পাশাপাশি এদিন পুরনিগমের সাফাই কর্মীদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
করোনা মহামারীতে রাজ্যের কড়া বিধিনিষেধে বহু মানুষ সমস্যায় পড়েছেন।সেইসকল মানুষের কথা মাথায় রেখেই তাদের এই উদ্যোগ।শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিদিন প্রায় ৪০০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে।
এদিন গৌতম দেব বলেন, মানুষ অসুবিধার মধ্যে আছেন।অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হয়েছে।এই অবস্থায় ছাত্র-যুবরা এই কাজ করেছে।তাদের ধন্যবাদও জানান তিনি।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন ডঃ সন্দীপন সেনগুপ্ত, সমাজসেবী সমীরন সাহা, অনুপ সরকার সহ অন্যান্যরা।