রাজগঞ্জ, ১৭ মেঃ পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার।ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা এলাকায়।মায়ের নাম মমতা মাহালি(৩০)ও মেয়ের নাম পুকলি মাহালি(৪)।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিল।সোমবার বিকেলে এলাকার একটি পুকুরে মা ও মেয়ের দেহ ভেসে ওঠে।
মৃতের নিকট আত্মীয় রাজিব ওঁরাও বলেন, কোনো বিষয় নিয়ে পরিবারের সঙ্গে কথা কাটাকাটি করে মা ও মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।তারপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।এদিন প্রতিবেশীর পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়।তবে কিভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।