সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পালিত হল মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি

রাজগঞ্জ,১৫ ডিসেম্বরঃ সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পালিত হল মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি।


বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তরা এসে সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে উপস্থিত হন৷এদিন প্রথমে মঙ্গল আরতি, বেদ পাঠ, স্তব গান, ভজন, বিশেষ পুজো, হোম যোজ্ঞ, মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি,  কীর্তন করা হয়৷এরপর প্রসাদ বিতরণ করা হয়৷

এদিন স্বামী নরেশানন্দ জি মহারাজ বলেন, বিভিন্ন জায়গার পাশাপাশি আজ সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে সারদা মায়ের জন্মতিথি দিবস পালন করা হচ্ছে।মায়ের বিশেষ পূজা এবং যজ্ঞ করা হবে।শতশত ভক্তরা এসে প্রসাদ নেবেন।পরে সন্ধ্যা আরতি ও ভজন দিয়ে শেষ হবে মা সারদার জন্মতিথি অনুষ্ঠান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş