মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা, ধারালো অস্ত্রের কোপে আহত ১-গ্রেফতার অভিযুক্ত

রাজগঞ্জ, ২৫ জুনঃ মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা, ধারালো অস্ত্রের কোপে আহত হলেন একজন।গ্রেফতার অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির গোকুলভিটা গ্রামে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুলভিটা গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ধনঞ্জয় সরকার মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি কালভার্টে মাছ ধরছিলেন। সেই সময় পাশেরই বাসিন্দা অশোক লোহার-এর সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা বাঁধে। যদিও গ্রামবাসীদের হস্তক্ষেপে সেই সময় বচসা মিটে যায়।

কিন্তু পরে, ধনঞ্জয়বাবু যখন স্নান করছিলেন তখন আচমকাই অশোক লোহার ও তার ছেলে এসে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ধনঞ্জয় সরকার। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


ধনঞ্জয় সরকারের পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে গ্রামে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়েছিল ঠিকই, কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে মিটেও গিয়েছিল। এরপর আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তাঁরা সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর ধনঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অশোক লোহারকে বাড়ি থেকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।

যদিও এই বিষয়ে অভিযুক্ত পরিবারের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *