ফাঁসিদেওয়া, ২৬ মার্চঃ মাছ ধরতে গিয়ে মৃত্যু হল মৎস্যজীবীর।ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানেল সংলগ্ন জলাশয়ে তলিয়ে মৃত্যু হয়েছে তার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফাঁসিদেওয়ার বণিকজোতে।মৃতের নাম প্রসেনজিৎ সরকার।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুই সঙ্গীকে নিয়ে মাছ ধরতে ক্যানেল সংলগ্ন বণিকজোতের জলাশয়টিতে যায় প্রসেনজিৎ সরকার।মাছের জাল ছড়াতে গিয়ে জলাশয়ে পা পিছলে পড়ে যান তিনি।অন্যান্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও জলের গভীরতা বেশি হওয়ায় উদ্ধার করা যায়নি।
পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে ফাঁসিদেওয়া থানায় খবর দেয়।পুলিশ আজ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।