মাছ বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হল সাইকেল ও হাইজেনিক বাক্স

শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ যেসব মাছ বিক্রেতারা পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে মাছ বিক্রি করে, সেসব মাছ বিক্রেতাদের সুবিধার্থে তাদের হাতে তুলে দেওয়া হল সাইকেল সহ হাইজেনিক বাক্স।


সোমবার শিলিগুড়ি মৎস্য দপ্তরের  উদ্যোগে শিলিগুড়ি মহকুমা, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত প্রায় ১০০ টি মাছ বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় বাক্স ও সাইকেল।

এদিন সামগ্রীগুলো মাছ বিক্রেতাদের হাতে তুলে দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা মৎস্য দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান তাপস সরকার ও শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী। মূলত সাধারণ মানুষেরা যাতে সঠিকভাবে হাইজেনিক পদ্ধতিতে ভালো মাছ পেতে পারেন তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


পাশাপাশি এর ফলে মাছ বিক্রেতারা বেশ কিছুটা হলেও লাভের মুখ দেখবেন বলে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান তাপস সরকার।

অন্যদিকে মৎস্য দপ্তরের উদ্যোগে খুশি মাছ ব্যবসায়ীরা। তারা জানান, এ ধরনের সামগ্রী পাওয়ায় তারা প্রায় ৪৮ ঘন্টা মাছকে টাটকা রাখা যাবে।ফলে যেমন সাধারন মানুষ ভালো মাছ ক্রয় করতে পারবে তেমনি ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছুটা হলেও লাভের মুখ দেখবেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *