শিলিগুড়ি,১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির রবীন্দ্রনগর মাছ ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ শিলিগুড়ি পুরনিগমের।
২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় বহুদিন ধরে রাস্তার উপরেই মাছের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন মাছ ব্যবসায়ীরা।যে কারণে সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তাই মাছ ব্যাবসায়িদের জন্য একটি স্থায়ী জায়গা এবং সাধারণ মানুষের জন্য একটি বিকল্প রাস্তা তৈরির কথা ভাবছেন মেয়র গৌতম দেব।মঙ্গলবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে রবীন্দ্রনগর এলাকায় মাছ বাজার পরিদর্শনে যান গৌতম দেব।
তিনি বলেন, মাছ বাজার এলাকায় কিছুটা জমি রয়েছে ব্যবসায়ী সমিতির ও কিছুটা পুরনিগমের। সেই দুই ভাগের জমিকে এক করে সেখানে দোকান করে রাস্তার উপরে থাকা কিছু মাছ ব্যবসায়ীদের সেখানে তাদের ব্যবসা চালাতে দেওয়া ভাবনা গ্রহণ করা হয়েছে।