কোচবিহার, ৪ জুনঃ রথযাত্রার আগে রবিবার কোচবিহারে মদনমোহনের স্নান যাত্রা অনুষ্ঠিত হল।এদিন মদনমোহন বাড়িতে ১০৮টি কলসের জল দিয়ে মদনমোহনকে স্নান করানো হয়।
রাজ আমল থেকে এই প্রথা চলে আসছে।রথযাত্রার আগে জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান মদনমোহনের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, গঙ্গা জল সহ ১০৮টি কলসের জল দিয়ে মদনমোহনকে স্নান করানো হয়।পাশাপাশি বিশেষ পুজো করা হয়।এই স্নান যাত্রা দেখতে এদিন বহু ভক্ত ভিড় জমান মদনমোহন মন্দিরে।
রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন।যেকোনো শুভ কাজেই কোচবিহারের বাসিন্দারা মদনমোহনকে পুজো দিয়ে শুভ কাজ শুরু করেন।সামনেই রথযাত্রা তার আগে এদিন কোচবিহারের মদনমোহন বাড়িতে মদনমোহন স্নানযাত্রা অনুষ্ঠিত হল।রাজ আমল থেকে এই প্রথা চলে আসছে।