আলিপুরদুয়ার, ৯ নভেম্বরঃ দোরগোড়ায় মাদারিহাট বিধানসভা উপনির্বাচন।কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ।শনিবার মাদারিহাটের শিশুঝুমরা গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
এদিন শিশুঝুমরা গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা, চা বলয়ে প্রচার চালান জয়প্রকাশ টোপ্পো।তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এদিন সকাল থেকে প্রচার চালায় তিনি।
অন্যদিকে মাদারিহাট বিধানসভার খয়েরবাড়ি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় প্রচার চালালেন বিজেপি প্রার্থী রাহুল লোহার।এদিন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তকে সঙ্গে নিয়ে মাদারিহাটের বিভিন্ন এলাকায় প্রচার চালায় বিজেপি প্রার্থী।