মাদারিহাট,১৫ জানুয়ারিঃ মাদারিহাটের প্রধাননগর এলাকায় গভীর রাতে হাতির দলের তাণ্ডব।নষ্ট করল সুপারি বাগান।সাবার করল রেশনের চাল,ডাল।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ২৫টি হাতির একটি দল মাদারিহাটের প্রধাননগর এলাকায় ঢুকে পড়ে।তছনছ করে প্রায় ৭ বিঘা জমির ফসল।এলাকার বাসিন্দা শ্যামল দাসের আড়াই বিঘা আলু ক্ষেত, এক বিঘা বাঁধাকপি ক্ষেত ,টমেটো ক্ষেত ও শঙ্কর দাসের এক বিঘা টমেটো ক্ষেত ও দুই বিঘা বেগুন ক্ষেত ফসল নষ্ট করে দেয়।এছাড়াও মজুত থাকা রেশনের চাল,ডালও সাবার করে দেয় হাতির দল।