আলিপুরদুয়ার,২১ জানুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙালিবাজনা ডাঙ্গাপাড়া থেকে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী।
জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মাদারিহাটের ডাঙ্গাপাড়া এলাকা থেকে বন্যপ্রাণীটিকে উদ্ধার করেন স্থানীয়রা।এরপর বিষয়টি জানানো হয় বনদপ্তরে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ও আধিকারিকেরা।
বনকর্মীদের অনুমান, এই প্রাণীটিকে দেখতে লেপার্ডের শাবকের মতো হলেও এটি ফিসিং ক্যাট প্রজাতির প্রাণী।তবে পর্যবেক্ষণের পর আসল তথ্য জানা যাবে।