জলপাইগুড়ি, ১২ মার্চঃ দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, ঘটনায় জখম তিন পরীক্ষার্থী।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দমডেল হাইস্কুলের বাইরে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি আনন্দমডেল হাইস্কুলে সিট পরেছে জলপাইগুড়ি জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের।অভিযোগ, দুদিন আগে শৌচাগারে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে কোনো বিষয়ে ঝামেলা হয়।সেই মাঝেলা মিটেও যায়।শনিবার জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল।অভিযোগ, এদিন জেলা স্কুলের একাংশ পড়ুয়া কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুলের পরীক্ষার্থীদের সিট নম্বর ছিড়ে দেয়।তা নিয়েই বিবাদের শুরু।এরপর পরীক্ষা শেষ হতেই স্কুলের বাইরে উত্তমেশ্বর হাইস্কুলের ছাত্রদের মারধর করে জেলা স্কুলের একাংশ ছাত্র।ঘটনায় জখম হয় মজাঙ্গির আলী, জাহাঙ্গির আলী এবং ইজাজ হুসেন।ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ঘটনার অভিযোগ জানান জখম ছাত্র ও তাদের অভিভাবকেরা।
জখম ছাত্র মজাঙ্গির আলী জানায়, বিনা কারণে আমাদের মারধর করে জেলা স্কুলের ছাত্ররা।ফোন করে বাইরের ছেলেদের এনে মারধর করেছে।
কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুলের প্রধানশিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন, গন্ডগোলের খবর পেয়ে থানায় আসি।প্রশাসনকে জানানো হচ্ছে।আগামী পরীক্ষাগুলো যাতে ভালোভাবে ছাত্ররা দিতে পারে তার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারোই বলেন, আমাদের জেলা স্কুলের ছাত্রদের সঙ্গে উত্তমেশ্বর হাইস্কুলের ছাত্রদের ঝামেলা হয়েছে।তবে সমস্তকিছু মিটিয়ে নেওয়া হয়েছে।আগামীতে দুই স্কুলের ছাত্ররা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হবে।