শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন।ভক্তিনগর থানার আইসি এর নেতৃত্বে হায়দারপাড়া বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হল।
পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করে ভক্তিনগর থানার পুলিশ।পরীক্ষার সময় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পরীক্ষাকেন্দ্রের বাইরে মোতায়ন রয়েছে পুলিশ ও প্রশাসন।পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।
অন্যদিকে যানজটের সমস্যায় যাতে পরীক্ষার্থীদের না পড়তে হয় সেজন্য রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ।