শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো ফুলবাড়ি ই-অটো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।সঠিক সময়ে পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা।আপাতত প্রায় ২০টি টোটো বিনামূল্যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ফুলবাড়ি এবং শিলিগুড়ির বেশকিছু জায়গায় এই পরিষেবা দেবে।অনেক সময় গাড়ি না পাওয়ার জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে দেরি হয়।পরীক্ষা দিতে গিয়ে তারা যেন বিপাকে না পড়ে সেই কথা মাথায় রেখে তাদের এই উদ্যোগ।
অ্যাসোসিয়েশনের তরফে টোটোতে কিছু ফোন নম্বর দেওয়া হয়েছে।সেই নম্বরে ফোন করলেই টোটোগুলি বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে।
এই বিষয়ে সংগঠনের সভাপতি সুব্রত মজুমদার জানান, পরীক্ষার্থীরা ঠিক সময়ে গাড়ি পায় না সেই কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ।ফুলবাড়ি সহ গেট বাজার, লেকটাউন, বাবু পাড়া এবং মহাবীরস্থান সহ একাধিক জায়গায় আমরা এই পরিষেবা দেব।