শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ট্রাফিক পুলিশের তৎপরতায় সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো এক পরীক্ষার্থী।
জানা গিয়েছে, রিঙ্কু দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়।কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে মাঝপথে আটকে যায় সেই পরীক্ষার্থী।এরপর হাসমি চকে এলে পুলিশ জিজ্ঞেস করায় জানতে পারে সে মাধ্যমিক পরীক্ষার্থী।এরপর তড়িঘড়ি বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রে সেই পরীক্ষার্থীকে পৌঁছে দেন ট্রাফিক বিভাগের এক পুলিশকর্মী।
পুলিশের এই উদ্যোগে খুশি রিঙ্কু সহ তার পরিবার।