শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। দুস্থ ছাত্রছাত্রীদের বাড়ি থেকে স্কুলকেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ নিল নর্থ বেঙ্গল টোটো ড্রাইভার এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবং এই কাজ তারা করবেন সম্পূর্ন বিনামূল্যে।
অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর মহন্ত জানান, শিলিগুড়ি, ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে তাদের ১২ টি ইউনিট ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন। তারা হেল্পলাইন নম্বর ও রেখেছেন ৯১৪৪২৬৭৬৫৫, ৬২৯৫৪২৫৮৭৮। প্রয়োজনে ছাত্রছাত্রীরা ফোনেও যোগাযোগ করতে পারে। দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি রাস্তায় যেসকল ছাত্রছাত্রীদের গাড়ির অসুবিধা হবে বা স্কুলে পৌঁছেতে সমস্যা হবে তাদেরকেও স্কুলে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।