কোচবিহার, ১৯ মেঃ প্রকাশিত হল মাধ্যমিকের ফল।সেরা দশে জায়গা করে নিল কোচবিহার জেলা। মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল দিনহাটা গোপালনগর MSS উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা বর্মন। তার প্রাপ্ত নম্বর ৬৮৫।
জানা গিয়েছে, প্রত্যুষার বাবা তরণী কান্ত বর্মন ও মা কাজল রায় স্কুলের শিক্ষক।গতবছর প্রত্যুষার দিদি প্রেরণা উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল।সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও একধাপ এগিয়ে ছোট বোন প্রত্যুষা এবারে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করলো।মেয়ের এমন সাফল্যে খুশি গোটা পরিবার।
প্রত্যুষা জানায়, টিভিতে যখন দেখছিলাম মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারে রয়েছে মাত্র তিনজন সেইসময় কিছুটা আশাহত হয়েছিলাম।তবে হঠাৎই নাম শুনি।মেধাতালিকাদের স্থান পাবো আশা ছিল।ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষণা করার ইচ্ছে রয়েছে তার।গতবছর উচ্চমাধ্যমিকে দিদির সাফল্য তার কাছে অনুপ্রেরণা।দিদি পড়াশোনায় সবসময় সহযোগিতা করেছিল বলে জানায় প্রত্যুষা।
প্রত্যুষার বাবা মা জানান, বড় মেয়ে প্রেরণার সাফল্যের পর এবারের মাধ্যমিকের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে প্রত্যুষা।পড়াশুনার পাশাপাশি নাচ, গান, আবৃতি সবকিছুতেই সমান দক্ষতা রয়েছে তার।