শিলিগুড়ি,২০ মেঃ মাধ্যমিকে নজরকাড়া ফল সবজি বিক্রেতার ছেলের।৬৭৪ পেয়ে তাক লাগালো শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্র বিপ্র দাস।
শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা বিপ্র।ছোট থেকেই পড়াশোনায় ভালো সে।স্কুলে ক্লাসে সবসময় প্রথম হত বিপ্র।এবার মাধ্যমিকে তার প্রাপ্য নম্বর ৬৭৪।আগামীতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় সে। তার বাবা বৈদ্যনাথ দাস ও মা শিল্পী দাস রথখোলা বাজারে সবজি বিক্রি করেন।সবজি বিক্রি করেই ছেলের পড়াশোনা ও সংসার চালাতে হয় তাদের।ছেলের এই সাফল্যে খুশি হলেও কিভাবে আগামীতে ছেলেকে পড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তারা।
বিপ্র’র বাবা জানান, মাধ্যমিকে বিপ্রর ফল ভালো হবে আশা করেছিলাম।এর আগে সবসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাদের ছেলেকে পড়াশুনা করবার ক্ষেত্রে সাহায্যে রহাত বাড়িয়ে দিয়েছেন।তবে চিন্তা এখন একটাই যে, আগামীতে ছেলের শিক্ষার জন্য প্রচুর অর্থ চাই।কিভাবে সেই অর্থ জোগাড় করব তাই ভাবছি।এই অবস্থায় সরকারের তরফে যদি সাহায্য করা হয় তাহলে তারা কৃতজ্ঞ হবেন।