শিলিগুড়ি, ২৬ জুনঃ আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।সমাজকে মাদকমুক্ত করতে বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং পুলিশ প্রশাসনের তরফে দিনটি বিভিন্নভাবে পালন করা হচ্ছে।একইভাবে অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার তরফে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হল।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শিবিরের সূচনা করা হয়।এরপর পথচলতি সাধারণ মানুষের মধ্যে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরা হয়।পাশাপাশি বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রে গিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি ফারুক মহম্মদ চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ববিতা প্রসাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।