নকশালবাড়ি, ২৭ জুলাইঃ মাদক দ্রব্য সহ এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম মহম্মদ আলম এবং সায়রা বানো।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির খালবস্তি এলাকায় অভিযান চালিয়ে ৫১২ গ্রাম ব্রাউন সুগার, ৫৫ গ্রাম কোকেন, নগদ এক লক্ষ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করে পুলিশ।ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।