নকশালবাড়ি, ২৬ জুনঃ মাদক দ্রব্য সহ ২ জনকে গ্রেফতার করল এসএসবি’র ৮ নম্বর ব্যাটালিয়ানের বরামনিরামজোত ক্যাম্পের জওয়ানরা।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানীঘাটা মোড়ের পাশে একটি মারুতি সুজুকি গাড়ি আটক করা হয়।সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার সহ ৮৬০ গ্রাম ব্রাউন সুগার, ১ কিলো ৬০ গ্রাম আফিম এবং ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট।
উদ্ধার হওয়া মাদক দ্রব্য, গাড়ি এবং গ্রেফতার ২ জনকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়েছে।