শিলিগুড়ি, ২১ আগস্টঃ শিলিগুড়িতে ১০ কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো পুলিশ।ধৃত মহিলার নাম মেরি সোনা(মেরি সোরেন)।নকশালবাড়ি, খড়িবাড়ি, পানিট্যাঙ্কি এলাকায় মাদক কারবার চালাতো সে।রবিবার রাতে শালুগাড়া সংলগ্ন এলাকা থেকে মহিলাকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট ইস্টার্ন বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪ কিলো ৮১২ গ্রাম ব্রাউন সুগার।যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।গ্রেফতার করা হয় রশিদ শেখ, দূর্গা সোরেন এবং প্রদীপ মুন্ডাকে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মেরি সোনার নাম উঠে আসে।এরপর ভক্তিনগর থানার পুলিশ রবিবার শালুগাড়া সংলগ্ন এলাকা থেকে মেরিকে গ্রেফতার করে।মেরি সোনা নকশালবাড়ি, খড়িবাড়ি, পানিট্যাঙ্কি এলাকার মাদক কারবারের মাস্টারমাইন্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেরি সোনা মালদা থেকে এই মাদক অর্ডার করেছিল।সেই মাদক আনতে ইস্টার্ন বাইপাসে দূর্গা সোরেন এবং প্রদীপ মুন্ডাকে পাঠিয়েছিল সে।তবে তাঁর আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।
এর আগেও মাদক পাচারের অভিযোগে নকশালবাড়ি পুলিশ মেরি সোনাকে গ্রেফতার করেছিল।কয়েকমাস আগেই জেল থেকে ছাড়া পায় সে।জেল থেকে বাইরে আসার পর বেশকিছুদিন কারবার বন্ধ রেখেছিল মেরি।এরপর ধীরে ধীরে মাদকের কারবার শুরু করে।কিন্তু এসওজি ও পুলিশের অভিযানে ফের একবার গ্রেফতার হল এই মেরি মাস্টারমাইন্ড।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Abar chhara pabe.abar madok pachar korbe