খড়িবাড়ি, ২৩ জানুয়ারিঃ মাদক পাচারের অভিযোগে খড়িবাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)।ধৃতের নাম জয়ন্ত দাস।খড়িবাড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, ২০২৪ সালের ১০ আগস্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৪১৭ গ্রাম হেরোইন সহ খড়িবাড়ির জিতু বর্মনকে গ্রেফতার করে।এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেইসময় সাফল্য পাওয়া যায়নি।এরপর জিতু বর্মনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়।সেখান থেকে মেলে প্রমাণ।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানতে পারে জয়ন্ত দাস মাদক কারবারের মাস্টারমাইন্ড।এরপর গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাকে একদিনের এনসিবি রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত।জয়ন্ত দাসের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকতে পারে।গোটা ঘটনায় আরও কারা জড়িত তার তদন্ত করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।