শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে মাদক কারবারের মূল পান্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।ধৃতের নাম মহম্মদ জব্বার।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেডিক্যাল মোড় সংলগ্ন পোড়াঝাড় এলাকায় অভিযান চালিয়ে মহম্মদ জব্বার সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করে এসওজি।জব্বারের দুই সঙ্গীর নাম সোনু শাহ এবং সাহিল খান।ধৃত ৩ জনের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে এসওজি।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।ধৃতদের এনজেপি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।