নকশালবাড়ি, ২৪ ডিসেম্বরঃ মাদক পাচারের আগে এক যুবককে গ্রেফতার করলো এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
জানা গিয়েছে, নকশালবাড়ির রথখোলা এলাকায় মাদক পাচার হচ্ছে এই খবর পেয়ে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান।আটক করা হয় যুবককে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১৮০ গ্রাম ব্রাউন সুগার।
ধৃতের নাম মহম্মদ ইদুল।নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা।ধৃতকে পরবর্তীতে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।