জলপাইগুড়ি, ১১ জানুয়ারিঃ মাদক পাচার করতে এসে জলপাইগুড়িতে গ্রেফতার হল ৫ জন।উদ্ধার হয়েছে ব্রাউন সুগার।
জানা গিয়েছে, শনিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।গ্রেফতার করা হয় ৫ জনকে।তাদের মধ্যে তিনজন মহিলা ও দুজন নাবালক রয়েছে।ধৃতদের কাছ থেকে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, ধৃতদের মধ্যে দুজন ইসলামপুরের বাসিন্দা এবং বাকি তিনজন স্থানীয় বাসিন্দা।দীর্ঘদিন ধরেই মাদক পাচারের খবরের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়েই এসওজি এই অভিযান চালায়।
রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
