এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মাদকের কারবার, বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের বিআরআই কলোনি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাদক কারবার।এর বিরুদ্ধে আওয়াজ তুলল স্থানীয়রা।


মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী আহমদ মনসুরি ওরফে মুন্নার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ, পুলিশের মদতেই মাদক কারবার চালাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।স্থানীয়দের রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা।যদিও পুলিশের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।   

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এদিন মাদক ব্যবসায়ী আহমদ মনসুরির বাড়িতে তল্লাশি চালানো হয়।উদ্ধার হয় প্রায় ১৫টি মোবাইল এবং ২০টি ল্যাপটপ।এর পাশাপাশি উদ্ধার হয় প্রায় দেড় লক্ষ টাকা।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে মাদক ব্যবসায়ী আহমদ মনসুরি।এই ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *