শিলিগুড়ি,৫ আগস্টঃ মাদক পাচার করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক যুবক।শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সরণির ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দুই যুবক এলাকায় দীর্ঘক্ষণ ধরে ঘোরাফেরা করছিল।তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হয়।এরপরই স্থানীয় কয়েকজন দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে।সেইসময় এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।যদিও অপর যুবককে ধরে তল্লাশি চালাতেই তার জামার পকেট থেকে উদ্ধার হয় নেশার সামগ্রী।এরপর তাকে আটকে রেখে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।ঘটনাস্থলে পৌঁছে যুবককে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম ওয়ান চ্যাং গুরুং।দার্জিলিঙের বাসিন্দা সে।