মদ্যপ অবস্থায় পানশালার কর্মীদের ওপর হামলার অভিযোগ, ঘটনায় গ্রেফতার ৫ যুবক

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ পানশালায় মদ্যপ যুবক-যুবতীদের তান্ডব।আহত পানশালার ৪ কর্মী।ঘটনার অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতরা হল সত্যজিৎ রায়,শুভম পাল,শুভজিৎ পাল, দেবজ্যোতি রায় এবং সুরজিৎ চন্দ্র।


জানা গিয়েছে,গত শুক্রবার রাতে ফুলবাড়ি ক্যানেল রোডের পুর্ব ধনতলায় একটি পানশালায় বেশকয়েকজন যুবক-যুবতি মদ্যপান করতে যায়।সেখানেই পানশালার কর্মিদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে তারা।পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে পানশালার কর্মিদের উপর হামলা করে বলে অভিযোগ।ঘটনায় আহত হন ৪ কর্মী।গুরুতর ১ জনকে ফুলবাড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরই পানশালার পক্ষ থেকে এনজেপি থানার লিখিত অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিন যুবতী সহ অন্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।


আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *