রাজগঞ্জ, ১ ডিসেম্বরঃ শিশু শিক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা নেই, তাই রাস্তাতেই দেওয়া হল মিড ডে মিল।রাজগঞ্জের মগরাডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্রের (এসএসকে )এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরাডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র পঠনপাঠনের পাশাপাশি এলাকার ভোট গ্রহণ কেন্দ্র।
ওই শিক্ষা কেন্দ্রের ইনচার্জ হাসি দেব বলেন, স্কুলে যাওয়ার রাস্তা নেই।জমি মাফিয়ারা পাশের জমির প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দিয়েছে।বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিডিও কে জানানো হয়েছে।কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুল বন্ধ থাকলেও প্রতি মাসে মিড ডে মিল দিতে হচ্ছে।তাই নিরুপায় হয়ে সামনের ফাঁকা রাস্তাতেই মিড-ডে-মিল দেওয়া হয়। এছাড়া স্কুল খুললে আমরা এবং শিশুরা কিভাবে স্কুলে আসব তা ভেবে পাচ্ছিনা।
এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। তারা চাইছেন অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে কোনো ব্যবস্থা গ্রহণ করুন। স্কুল খুললে পড়ুয়ারা কিভাবে স্কুলে যাবে এবং ভোট কোথায় হবে তা ভেবে চিন্তিত এলাকার বাসিন্দারা।