শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ির মহাবীরস্থানের হর্কাস কর্নারে রেলওয়ে ট্র্যাক এবং ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা রুখতে অভিযানে নামলো আরপিএফ।
এদিন আরপিএফ এর তরফে সেখানে থাকা মানুষদের সচেতন করা হয়।এদিন রেললাইনের পাশে গাড়ি পার্কিং না করার জন্য সকলকে সতর্ক করা হয়।পাশাপাশি এদিন রেললাইনের পাশে গাড়ি পার্কিং করার অভিযোগে জরিমানাও করা হয়।