আলিপুরদুয়ার, ১১ ফেব্রুয়ারিঃ আগামী ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি।আর প্রতিবছর মহাশিবরাত্রিতে ডুয়ার্সের অন্যতম তীর্থস্থান ভুটান পাহাড়ে অবস্থিত মহাকাল মন্দিরে প্রচুর ভক্তের আগমন হয়।প্রশাসনের তরফে ভক্তদের জন্য করা হচ্ছে একাধিক ব্যবস্থা।
প্রায় ৩ হাজার ফুট উঁচুতে ভুটান পাহাড়ে অবস্থিত মহাকাল মন্দির।মহাশিবরাত্রিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং ভুটান থেকে দর্শনার্থীদের আগমন হয়।মহাকাল মন্দিরে যেতে হলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল, খরস্রোতা জয়ন্তী নদী হয়ে পায়ে হেঁটে ৩ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে যেতে হয় ভক্তদের।দুর্গম এই এলাকায় পথ নেই বললেই চলে।তাই প্রতিবছর প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।অস্থায়ী সড়ক, পানীয় জলের ব্যবস্থা,শৌচালয় সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়।এবছরও দর্শনার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ।
শনিবার মহাকাল মন্দির এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীণ কাশোয়ান সহ প্রশাসনের আধিকারিকরা।এছাড়াও ভুটান প্রশাসনের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, প্রতিবছর মহাকাল মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর আগমন হয়।সেই কথা মাথায় রেখে দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।