আলিপুরদুয়ার, ১৮ ফেব্রুয়ারিঃ আজ মহাশিবরাত্রী।শিবরাত্রী উপলক্ষে ভুটান পাহাড়ে অবস্থিত ডুয়ার্সের মহাকাল মন্দিরে উপচে পড়লো দর্শনাথীদের ভিড়।শুক্রবার সন্ধ্যে থেকেই মহাকাল মন্দিরে ভক্তদের লাইন লক্ষ্য করা যাচ্ছে।
ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ প্রতিবেশী দেশ ভুটান থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়।এবছরও মহাকাল ধামে প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন।
ভুটান পাহাড়ে অবস্থিত জয়ন্তী মহাকাল ধামে পৌছেতে হলে বক্সা জঙ্গল হয়ে জয়ন্তী নদী পার করতে হয়।বেশকয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে প্রায় ৩ হাজার ফুট খাঁড়া পাহাড়ে পায়ে হেঁটে মহাকাল ধামে পৌছেতে হয় ভক্তদের।ভক্তদের যাতে কোনরকম অসুবিধা না হয় তাঁর জন্য ভুটান প্রশাসন, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শুক্রবার সন্ধ্যে থেকেই ভক্তরা পৌচ্ছাচ্ছেন মহাকালে।