শিলিগুড়ি, ২৬ জুলাইঃ শিলিগুড়ি মহকুমা পরিষদ বোর্ডের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হল নকশালবাড়িতে।
এদিন প্রথমে নকশালবাড়ি বাসস্ট্যান্ড থেকে নকশালবাড়ি বিডিও অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।নকশালবাড়ি কমিউনিটি হলে মূল অনুষ্ঠান করা হয়।এদিনের অনুষ্ঠানে সভাধিপতি মহকুমা এলাকায় গত এক বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
এই বিষয়ে সভাধিপতি জানান, এই উপলক্ষ্যে মহকুমা জুড়ে ২০ হাজার চারা গাছ রোপন করা হবে।গত এক বছরে পথশ্রী প্রকল্পে মহকুমা জুড়ে ৪৭টি রাস্তা তৈরি করা হয়েছে।পিএইচই প্রকল্পে গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌচ্ছে গেছে।এছাড়া ইতিমধ্যে মহকুমার ১১টি গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে।বাকি ১১টি গ্রাম পঞ্চায়েত খুব শীঘ্রই এই প্রকল্পটি চালু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, সিএডিসি চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম সহ মহকুমার চারটি ব্লকের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।