শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া শিলিগুড়ির বাসিন্দা মহিলা পুতুল রায় ফিরলেন বাড়িতে।স্বস্তিতে পরিবারের সদস্যরা।
প্রধাননগর থানা অন্তর্গত সমরনগর এলাকার ডিজে মোড়ের বাসিন্দা পুতুল রায়।শিলিগুড়ির একটি দলের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি।সেখানে হুড়োহুড়ির ঘটনার পর দলের অন্যান্যদের থেকে আলাদা হয়ে যান পুতুল রায়।
এদিন পুতুল রায় জানান, হুড়োহুড়ির ঘটনায় সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল।দলের সদস্যদের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর ঘোগোমালির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়।সেই ব্যক্তির সঙ্গেই বাড়িতে ফিরে আসি।